Ajker Patrika

ঈশ্বরগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৯
ঈশ্বরগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ‘শিক্ষকদের জিম্মি করে ঘুষ–বাণিজ্য শিক্ষা কর্মকর্তার, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে ১০ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একজন ভুক্তভোগী শিক্ষক ঘুষ–বাণিজ্যের অভিযোগ দেন। বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়। এ ছাড়া গতকাল বুধবার ২০-২৫ জন শিক্ষক এসে আমার কাছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন।’

ইউএনও আরও বলেন, ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তা সুষ্ঠুভাবে তদন্তের জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়শা আক্তারকে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করব।’

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়শা আক্তার বলেন, ‘ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছি। কিন্তু উপজেলায় যেহেতু অনেকগুলো বিদ্যালয়, শিক্ষকদের সঙ্গে কথা বলে তদন্ত প্রতিবেদন জমা দিতে হয়তো একটু সময় লাগবে। তবে আমি চেষ্টা করব দ্রুত কীভাবে কাজটা করা যায়।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, ‘বিষয়টা আমি অবগত আছি। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বিদ্যালয় মেরামতের জন্য সরকারিভাবে দুই লাখ টাকা বরাদ্দ এলে তা তুলতে গেলে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে। স্লিপের বরাদ্দ ২০ হাজার টাকা তুলতে গেলেও প্রত্যয়নের নামে ৪-৫ হাজার টাকা নেন তিনি। বিদ্যালয় পরিদর্শনে গেলে তাঁর জন্য রাখতে হয় বিশেষ খাম। শিক্ষকদের জিম্মি করে এখাকে ঘুষের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ ওঠে ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের বিরুদ্ধে। গত সোমবার তাঁর বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত