জামালপুর প্রতিনিধি
জামালপুরে দুই বারের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা এলাকার কাঠ বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দুইবার তাঁর নিজ ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেছেন এবং পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে এক নারী কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শফিকুলের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই মো. বিপুল মিয়া বলেন, ‘আমার ভাই পাশের ঘরে একাই থাকত। গতকাল রাত ১১টায় তাঁর মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকাল ৭টায় এলাকার লোকজন খবর দেয়, তার লাশ বাড়ির এক কিলোমিটার দূরে পড়ে আছে। খবর পেয়ে দেখি আমার ভাইয়ের লাশ।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, শফিকুলের লাশে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
জামালপুরে দুই বারের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতকূর্শা এলাকার কাঠ বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দুইবার তাঁর নিজ ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করেছেন এবং পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে এক নারী কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শফিকুলের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই মো. বিপুল মিয়া বলেন, ‘আমার ভাই পাশের ঘরে একাই থাকত। গতকাল রাত ১১টায় তাঁর মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকাল ৭টায় এলাকার লোকজন খবর দেয়, তার লাশ বাড়ির এক কিলোমিটার দূরে পড়ে আছে। খবর পেয়ে দেখি আমার ভাইয়ের লাশ।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, শফিকুলের লাশে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার শহরের সবুজবাগ মোড়ে সংগঠনের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
২৪ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
৩১ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
৩২ মিনিট আগেছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন। পদত্যাগ করে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া
৩৫ মিনিট আগে