ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের ৫ জনের বাড়িই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাঁদের মধ্যে একই গ্রামের রয়েছেন ৩ জন। একই ঘটনায় একসঙ্গে তাঁদের প্রাণহানি হওয়ায় এলাকাবাসীর মধ্যে মাতম চলছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সাজেকের নব্বই ডিগ্রি এলাকায় সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট খাদে পড়ে ৯ জন নিহত হন। আহত হন ৮ জন। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পরিবারগুলোতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল গ্রামের রিয়াছত আলী ভূঁইয়ার ছেলে মো. এরশাদুল (৪২), তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে মো. শাহআলম (২৮) এবং একই ইউনিয়নের শ্রীফুরজিথর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. তফাজ্জল হোসেন (২১), মো. হেলাল উদ্দিনের ছেলে মো. নয়ন মিয়া (২০) ও মো. নজরুল ইসলামের ছেলে মো. মোহন মিয়া (১৬)।
এদিকে আজ বৃহস্পতিবার নিহতদের বাড়িতে গিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়া সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। তাঁদের মরদেহ বাড়িতে এসে না পৌঁছালেও পরিবারে চলছে শোকের মাতম। শুধু তা-ই নয়, মর্মান্তিক খবরে এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া। নিহতের খবর শুনে গতকাল রাত থেকেই আশপাশের লোকজনসহ দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন।
তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, ‘সাজেকের দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৫ জনের বাড়িই ঈশ্বরগঞ্জে। তাঁদের মধ্যে ৪ জনের বাড়ি আমার ইউনিয়নে। এই ঘটনায় আমি খুবই মর্মাহত।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘খবরটি শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি। নিহতদের দাফন-কাফনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটা পরিবারে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পরিবারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের ৫ জনের বাড়িই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তাঁদের মধ্যে একই গ্রামের রয়েছেন ৩ জন। একই ঘটনায় একসঙ্গে তাঁদের প্রাণহানি হওয়ায় এলাকাবাসীর মধ্যে মাতম চলছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সাজেকের নব্বই ডিগ্রি এলাকায় সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট খাদে পড়ে ৯ জন নিহত হন। আহত হন ৮ জন। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পরিবারগুলোতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল গ্রামের রিয়াছত আলী ভূঁইয়ার ছেলে মো. এরশাদুল (৪২), তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে মো. শাহআলম (২৮) এবং একই ইউনিয়নের শ্রীফুরজিথর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. তফাজ্জল হোসেন (২১), মো. হেলাল উদ্দিনের ছেলে মো. নয়ন মিয়া (২০) ও মো. নজরুল ইসলামের ছেলে মো. মোহন মিয়া (১৬)।
এদিকে আজ বৃহস্পতিবার নিহতদের বাড়িতে গিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়া সবাই নির্মাণ শ্রমিক ছিলেন। তাঁদের মরদেহ বাড়িতে এসে না পৌঁছালেও পরিবারে চলছে শোকের মাতম। শুধু তা-ই নয়, মর্মান্তিক খবরে এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া। নিহতের খবর শুনে গতকাল রাত থেকেই আশপাশের লোকজনসহ দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন।
তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, ‘সাজেকের দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৫ জনের বাড়িই ঈশ্বরগঞ্জে। তাঁদের মধ্যে ৪ জনের বাড়ি আমার ইউনিয়নে। এই ঘটনায় আমি খুবই মর্মাহত।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘খবরটি শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি। নিহতদের দাফন-কাফনের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটা পরিবারে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পরিবারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৯ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে