মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ছেলের বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বউয়ের চাচাতো ভাই জয়নাল আকন্দ (৪০) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪ টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আকন্দ ওই এলাকার মুসলিম আকন্দর ছেলে। পেশায় কৃষক। ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই জন আহত হন। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ি শাবু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
আজ শনিবার দুপুরে ফুলেরা বেগম ও তার শাশুড়ির ঝগড়া লাগলে পাশের বাড়ি থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই জয়নাল আকন্দ ওই বাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাবু মিয়া ও তার পরিবারের লোকজন জয়নাল আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডা. মনজুরুল বারী বলেন, ‘জয়নাল আকন্দের মাথায় আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
আহত দুই জনের হাতে ও বুকে পিঠে আঘাতপাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বউ শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাড়ি ছিল। ঝগড়া শুনে থামাতে গিয়ে এই ঘটনা হয়। এ ঘটনায় অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।’
জামালপুরের মাদারগঞ্জে ছেলের বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বউয়ের চাচাতো ভাই জয়নাল আকন্দ (৪০) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪ টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আকন্দ ওই এলাকার মুসলিম আকন্দর ছেলে। পেশায় কৃষক। ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই জন আহত হন। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ি শাবু মিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
আজ শনিবার দুপুরে ফুলেরা বেগম ও তার শাশুড়ির ঝগড়া লাগলে পাশের বাড়ি থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই জয়নাল আকন্দ ওই বাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাবু মিয়া ও তার পরিবারের লোকজন জয়নাল আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডা. মনজুরুল বারী বলেন, ‘জয়নাল আকন্দের মাথায় আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
আহত দুই জনের হাতে ও বুকে পিঠে আঘাতপাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বউ শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাড়ি ছিল। ঝগড়া শুনে থামাতে গিয়ে এই ঘটনা হয়। এ ঘটনায় অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১৩ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩৪ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৯ মিনিট আগে