গ্রেপ্তার এড়াতে পলাতক ভালুকায় এক ইউপি চেয়ারম্যান

প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২১, ১১: ০৩

ময়মনসিংহ (ভালুকা): ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমীন খান গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন।

হাজির বাজার ক্যাম্প কর্মকর্তা সাফেরুজ্জামান জানান, বনের জমি থেকে গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান শিহাব আমীন খানের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় রোববার (১৬ মে) একটি মামলা করা হয়। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে শিহাব আমীন খান পলাতক রয়েছেন।

মেদিলা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, আমার ছেলে মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে আমার ও স্ত্রীর জন্ম নিবন্ধনের সনদপত্র লাগে। পরিষদ জন্ম নিবন্ধন করতে গিয়ে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে এসেছি।

চেয়ারম্যান শিহাব আমীন খানের সরকারি ও ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক (ওসি তদন্ত) জানান, আসামিরা পলাতক রয়েছেন। গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব নিয়েছেন।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা খাতুন জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি অবগত হয়েছি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত