Ajker Patrika

ভালুকায় গার্মেন্টসে চাকরিপ্রত্যাশীদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় গার্মেন্টসে চাকরিপ্রত্যাশীদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় চাকরিপ্রত্যাশী পাঁচ শতাধিক নারী-পুরুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আজ বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাকরিপ্রত্যাশী পাঁচ শতাধিক নারী-পুরুষ অবস্থান নেয়। পরে চাকরি না পেয়ে তারা ‘তুমি কে, আমি কে, বেকার বেকার’ এই স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় একাধিক কারখানায় ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চাকরিপ্রত্যাশী নারী-পুরুষ মিলে মহাসড়কে নেমে এলে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় চাকরিপ্রত্যাশীরা চলে যায়।

জানতে চাইলে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চাকরিপ্রত্যাশী নারী-পুরুষ মহাসড়কে নেমে এলে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে তাঁদের চাকরি দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত