Ajker Patrika

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, গ্রেপ্তার ২ 

নেত্রকোনা প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, গ্রেপ্তার ২ 

নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আরও পাঁচজন আহত হন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাউসাম বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত কামরুজ্জামান খন্দকার (৫০) উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা রুদ্রনগর গ্রামের মৃত আবু সিদ্দিক খন্দকারের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাউসাম গ্রামের হাশেম (৪৫) ও ওয়াসিম (৪০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের আবুলের ছেলেসহ ভাতিজারা বাউসাম বাজারে গরুর ব্যবসা করেন। গতকাল কামরুজ্জামানের সঙ্গে আবুল হোসেনের ছেলে ও ভাতিজারা বাগ্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। 

এতে অপর পক্ষের ছুরি, লাঠির আঘাতে কামরুজ্জামান খন্দকার, তাঁর ছেলে রাব্বি খন্দকার (২৫), ভাতিজা জসিম খন্দকার (৩০), রতন খন্দকার ও আবুল হোসেনসহ (৫৩) পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খন্দকারকে মৃত ঘোষণা করেন। আহত জসিম খন্দকারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। 

এ ঘটনায় নিহত কামরুজ্জামান খন্দকারের ছেলে রাব্বি খন্দকার বাদী হয়ে আজ শনিবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে হাশেম ও ওয়াসিমসহ ১৮ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

কামরুজ্জামান খন্দকারের ছেলে রাব্বি খন্দকার জানায়, ‘আবুলের ছেলে শাহীন ও তাঁর ভাই ও বাউসাম বাজারের হাশেম, ওয়াসিমসহ ১৫–২০ জন পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালায়। খবর পেয়ে আমিসহ কয়েকজন বাড়ি থেকে বাবাকে বাঁচানোর জন্য বাউসাম বাজারে ছুটে যায়। এ সময় তারাও আমাদের ওপর হামলা চালায়। এতে করে আমরাও কয়েকজন আহত হই। আমার বাবাকে বাঁচাতে পারলাম না। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।’ 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনকে আজ শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

উল্লেখ্য, ২০২১ সালে ২৬ মে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ায় ছেলে ও আবুলের ভাই বাঁশ ব্যবসায়ী আব্দুল কাদির মিয়াকে (৪৫) টেটা দিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা রুদ্রনগর গ্রামের কামরুজ্জামানের ভাইয়েরা তাঁকে হত্যা করেন। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় গতকাল তাঁকে হত্যা করে হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত