মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ই-কমার্স সাইট দারাজ অ্যাপের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ থেকে জন্মদিনের কার্ড অর্ডার করলে গ্রাহক সাত দিন পর হাতে পান তিন টুকরা সিমেন্টের বস্তা। এ ঘটনার পর সংবাদ প্রকাশিত হলে বগুড়া গিফট শপ ও দারাজের পক্ষ থেকে ওই গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সেই সঙ্গে এই ঘটনা সমাধান করে বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ই-কমার্স সাইট দারাজ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রাহককে দারাজ অফিসের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী গ্রাহক আজকের পত্রিকাকে বলেন, ‘দারাজ অ্যাপসের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ নামের দোকান থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করা হয়। পরে ডেলিভারিম্যানের কাছ থেকে পণ্যটি গ্রহণ করার পর খুলে দেখি সিমেন্টের বস্তার তিন টুকরা।
ভুক্তভোগী রকিব হাসান নয়ন বলেন, ‘দারাজের কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। পণ্যটি দারাজ অ্যাপের মাধ্যমে ফেরত দিয়েছি। তবে টাকা ফেরত দেয়নি এখনো।’ এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে রাতে বগুড়া গিফট শপ থেকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করা হয় এবং জানানো হয়, তাঁদের দোকানের সহকারী প্যাকেট করেছিল বলে ভুল করে এমনটি ঘটেছিল। আজ (সোমবার) বেলা ১১টায় দারাজ হেল্পলাইনের নম্বর থেকে কল দিয়ে দুঃখ প্রকাশ করে জানানো হয়, কাজ চলছে, টাকা ফেরত দেওয়া হবে।’
দারাজের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন গ্রাহক বলেন, ‘গ্রাহক পণ্যটি রিটার্ন দিয়েছেন। এটি নিয়ে কাজ চলছে। টাকা ফেরত দেওয়া হবে। বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ই-কমার্স সাইট দারাজ অ্যাপের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ থেকে জন্মদিনের কার্ড অর্ডার করলে গ্রাহক সাত দিন পর হাতে পান তিন টুকরা সিমেন্টের বস্তা। এ ঘটনার পর সংবাদ প্রকাশিত হলে বগুড়া গিফট শপ ও দারাজের পক্ষ থেকে ওই গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সেই সঙ্গে এই ঘটনা সমাধান করে বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ই-কমার্স সাইট দারাজ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রাহককে দারাজ অফিসের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী গ্রাহক আজকের পত্রিকাকে বলেন, ‘দারাজ অ্যাপসের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ নামের দোকান থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করা হয়। পরে ডেলিভারিম্যানের কাছ থেকে পণ্যটি গ্রহণ করার পর খুলে দেখি সিমেন্টের বস্তার তিন টুকরা।
ভুক্তভোগী রকিব হাসান নয়ন বলেন, ‘দারাজের কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। পণ্যটি দারাজ অ্যাপের মাধ্যমে ফেরত দিয়েছি। তবে টাকা ফেরত দেয়নি এখনো।’ এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে রাতে বগুড়া গিফট শপ থেকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করা হয় এবং জানানো হয়, তাঁদের দোকানের সহকারী প্যাকেট করেছিল বলে ভুল করে এমনটি ঘটেছিল। আজ (সোমবার) বেলা ১১টায় দারাজ হেল্পলাইনের নম্বর থেকে কল দিয়ে দুঃখ প্রকাশ করে জানানো হয়, কাজ চলছে, টাকা ফেরত দেওয়া হবে।’
দারাজের হেল্পলাইন নম্বর থেকে এহসান নামের একজন গ্রাহক বলেন, ‘গ্রাহক পণ্যটি রিটার্ন দিয়েছেন। এটি নিয়ে কাজ চলছে। টাকা ফেরত দেওয়া হবে। বগুড়া গিফট শপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১৪ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে