নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসা।
এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছিল। লাশ মমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।
নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।
বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজন হাসপাতালে চিকিৎসা।
এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছিল। লাশ মমেক হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১০ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৮ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে