Ajker Patrika

কলমাকান্দায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
কলমাকান্দায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনার কলমাকান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক আশরাফুল মিয়া (১৮) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশরাফুল মিয়া ওই গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল তাঁর অটোরিকশায় ধানের চারা বোঝাই করে রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর এলাকা থেকে সীমান্ত সড়ক হয়ে নিজ গ্রাম সন্ন্যাসীপাড়া উদ্দেশে রওনা হন। রাতে বাড়ির সামনে আসলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে উল্টে যায়। আশরাফুল নিচে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাঁদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে রাতেই আশরাফুলের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত