নকলা (শেরপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘নারীদের স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
আজ বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে কাপড় বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রসারে সবকিছু করছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করেছে। নারী শিক্ষার্থীদের ঈদসহ পূজাপার্বণে শাড়ি, থ্রিপিস দিচ্ছে। বছরের শুরুতে বিনা মূল্যে বইসহ দিচ্ছে আর্থিক প্রণোদনা। এর অর্থ একটাই নারীরা যেন সমাজে অবহেলিত না থাকেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘আমি যখন যা পাই তা মানুষের কল্যাণে ব্যয় করি। এলাকার উন্নয়নে ব্যয় করি। ইচ্ছে করলে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনাসহ ঈদ উপহারের আওতায় আনতে পারি। সে সামর্থ্য আমাদের রয়েছে। কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘প্রণোদনা পেতে হলে, ঈদ উপহার পেতে হলে, তাদের (শিক্ষার্থীদের) অবশ্যই পরিশ্রম করে ভালো ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনা ও ঈদ উপহারের আওতায় আসবে।’
নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
ওই অনুষ্ঠানে উরফা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ জন নারী শিক্ষার্থীর মধ্যে থ্রিপিস, নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম চারজন নারী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও থ্রিপিস এবং উরফা ইউনিয়নের দরিদ্র, অসহায় মানুষের মধ্যে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করেন মতিয়া চৌধুরী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, বিএডিসির উপপরিচালক শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘নারীদের স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
আজ বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে কাপড় বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রসারে সবকিছু করছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করেছে। নারী শিক্ষার্থীদের ঈদসহ পূজাপার্বণে শাড়ি, থ্রিপিস দিচ্ছে। বছরের শুরুতে বিনা মূল্যে বইসহ দিচ্ছে আর্থিক প্রণোদনা। এর অর্থ একটাই নারীরা যেন সমাজে অবহেলিত না থাকেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘আমি যখন যা পাই তা মানুষের কল্যাণে ব্যয় করি। এলাকার উন্নয়নে ব্যয় করি। ইচ্ছে করলে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনাসহ ঈদ উপহারের আওতায় আনতে পারি। সে সামর্থ্য আমাদের রয়েছে। কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘প্রণোদনা পেতে হলে, ঈদ উপহার পেতে হলে, তাদের (শিক্ষার্থীদের) অবশ্যই পরিশ্রম করে ভালো ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনা ও ঈদ উপহারের আওতায় আসবে।’
নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
ওই অনুষ্ঠানে উরফা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ জন নারী শিক্ষার্থীর মধ্যে থ্রিপিস, নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম চারজন নারী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও থ্রিপিস এবং উরফা ইউনিয়নের দরিদ্র, অসহায় মানুষের মধ্যে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করেন মতিয়া চৌধুরী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, বিএডিসির উপপরিচালক শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে