Ajker Patrika

ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, কৃষক লীগ নেতা নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৫: ৫৭
ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, কৃষক লীগ নেতা নিহত

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে তাঁর সহযোগী নজরুল কবির দীপক (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত নজরুল কবির দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমছর আলীর ছেলে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। নিহতের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ আজ ভোরে নিজস্ব ফিশারির পাঙাশ মাছ বিক্রি করে গাড়ি চালিয়ে ত্রিশাল আসছিলেন। এ সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। দুর্ঘটনা-পরবর্তী তাঁদের গাড়ি থেকে বের করার পর তাতে আগুন ধরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত