ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
‘রেজাল্টটা প্রথমে আমি তুলেছি। পরে দৌড়ে গেছি আমার ভাইয়ের কবরের পাশে। গিয়ে বলছি, উঠ ভাই। দেখ তোর রেজাল্ট বের হইছে। তুই কত ভালো রেজাল্ট করছস। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? উঠ ভাই, উঠ। কিন্তু আমার ভাই উঠল না।’ কান্নাজড়িত কণ্ঠে শাহরিয়ারের মামাতো ভাই সোহানুর রহমান রিয়াদ কথাগুলো বলেন।
কোটা সংস্কার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বক্সার হওয়ার। ইউটিউবে ভিডিও দেখে নিজেকে একটু একটু তৈরিও করছিলেন সে পথে। কিন্তু কে জানত, আন্দোলনের গুলিতেই শেষ হবে শাহরিয়ারের বক্সার হওয়ার স্বপ্ন। আজ এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
নিহত শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়া শাসন উত্তরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মোহাম্মদ আবদুল মতিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শাহরিয়ার। আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। খবর পেয়ে আজকের পত্রিকার এ প্রতিবেদক শাহরিয়ারে গ্রামের বাড়ি যান। জানতে পারেন, শাহরিয়ারের বাবা-মা দুজনই ওমরা পালন করতে গেছেন। তবে বাড়িতে থাকা মামাতো ভাই সোহানুর রহমান রিয়াদ বলেন, শাহরিয়ার জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলের ফলাফলের খবরটি মোবাইল ফোনে তাঁর বাবা-মাকে জানানো হলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে বাড়িতে গিয়ে দেখা যায়, শাহরিয়ারের পরীক্ষার ফলাফলের খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও এসে জড়ো হচ্ছেন বাড়িতে। নাতির কথা স্মরণ করে বারান্দায় বসে বিলাপ করছেন শাহরিয়ারে অশীতিপর দাদি। প্রতিবেশীরা অনেকেই সান্ত্বনা দিচ্ছেন ওই বৃদ্ধাকে। এ ছাড়াও দেখা যায়, শাহরিয়ার যে কক্ষে ঘুমাতেন, চেয়ার-টেবিলে বসে পড়াশোনা করতেন সবকিছু অগোছালো অবস্থায় পড়ে আছে। টেবিলের এক কোনায় কলেজের ব্যাগগুলোতে ধুলো জমে আছে। মাথায় যে টুপিটা পরতেন, সেটিও টেবিলের ওপর পড়ে আছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবদুল মতিনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে শাহরিয়ার বড়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত হয়। ওই অবস্থায় পাঁচটি পরীক্ষায় অংশ নিয়ে ১০ জুলাই ঢাকায় খালার বাসায় বেড়াতে যান শাহরিয়ার। সেখানে খালাতো ভাই বাদলের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি। ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ভেদ করে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান। ছেলে হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন মোহাম্মদ আবদুল মতিন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার পড়াশোনায় যেমন মেধাবী ছিল, তেমনি আচার-আচরণেও অসম্ভব বিনয়ী ও ভদ্র ছিল। একটা রত্নকে হারিয়েছি আমরা। আল্লাহ তাঁকে সর্বোত্তম বেহেশত নসিব করুন।’
‘রেজাল্টটা প্রথমে আমি তুলেছি। পরে দৌড়ে গেছি আমার ভাইয়ের কবরের পাশে। গিয়ে বলছি, উঠ ভাই। দেখ তোর রেজাল্ট বের হইছে। তুই কত ভালো রেজাল্ট করছস। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? উঠ ভাই, উঠ। কিন্তু আমার ভাই উঠল না।’ কান্নাজড়িত কণ্ঠে শাহরিয়ারের মামাতো ভাই সোহানুর রহমান রিয়াদ কথাগুলো বলেন।
কোটা সংস্কার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বক্সার হওয়ার। ইউটিউবে ভিডিও দেখে নিজেকে একটু একটু তৈরিও করছিলেন সে পথে। কিন্তু কে জানত, আন্দোলনের গুলিতেই শেষ হবে শাহরিয়ারের বক্সার হওয়ার স্বপ্ন। আজ এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
নিহত শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়া শাসন উত্তরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মোহাম্মদ আবদুল মতিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকার আইডিয়াল কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শাহরিয়ার। আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। খবর পেয়ে আজকের পত্রিকার এ প্রতিবেদক শাহরিয়ারে গ্রামের বাড়ি যান। জানতে পারেন, শাহরিয়ারের বাবা-মা দুজনই ওমরা পালন করতে গেছেন। তবে বাড়িতে থাকা মামাতো ভাই সোহানুর রহমান রিয়াদ বলেন, শাহরিয়ার জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলের ফলাফলের খবরটি মোবাইল ফোনে তাঁর বাবা-মাকে জানানো হলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে বাড়িতে গিয়ে দেখা যায়, শাহরিয়ারের পরীক্ষার ফলাফলের খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও এসে জড়ো হচ্ছেন বাড়িতে। নাতির কথা স্মরণ করে বারান্দায় বসে বিলাপ করছেন শাহরিয়ারে অশীতিপর দাদি। প্রতিবেশীরা অনেকেই সান্ত্বনা দিচ্ছেন ওই বৃদ্ধাকে। এ ছাড়াও দেখা যায়, শাহরিয়ার যে কক্ষে ঘুমাতেন, চেয়ার-টেবিলে বসে পড়াশোনা করতেন সবকিছু অগোছালো অবস্থায় পড়ে আছে। টেবিলের এক কোনায় কলেজের ব্যাগগুলোতে ধুলো জমে আছে। মাথায় যে টুপিটা পরতেন, সেটিও টেবিলের ওপর পড়ে আছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আবদুল মতিনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে শাহরিয়ার বড়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত হয়। ওই অবস্থায় পাঁচটি পরীক্ষায় অংশ নিয়ে ১০ জুলাই ঢাকায় খালার বাসায় বেড়াতে যান শাহরিয়ার। সেখানে খালাতো ভাই বাদলের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি। ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ভেদ করে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান। ছেলে হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন মোহাম্মদ আবদুল মতিন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘শাহরিয়ার পড়াশোনায় যেমন মেধাবী ছিল, তেমনি আচার-আচরণেও অসম্ভব বিনয়ী ও ভদ্র ছিল। একটা রত্নকে হারিয়েছি আমরা। আল্লাহ তাঁকে সর্বোত্তম বেহেশত নসিব করুন।’
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৩ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৩ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৬ ঘণ্টা আগে