ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের তদারকি (ট্যাগ) কর্মকর্তাদের বিরুদ্ধে তদারকি না করার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ আগে কার্যাদেশ অনুযায়ী সবগুলো প্রকল্পের কাজ একযোগে শুরু করার কথা থাকলেও এখনো সিংহভাগ প্রকল্পের কাজ শুরুই করা হয়নি। আবার যেসব প্রকল্পের কাজ নামমাত্র শুরু করা হয়েছে— কর্মকর্তারা এখনো সেসব প্রকল্পের কাজ তদারকি করেননি।
কর্মকর্তাদের দাবি, নিজেদের দপ্তরের কাজে ব্যস্ত থাকায় সবসময় প্রকল্পে তদারকি করতে পারেন না তাঁরা। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্প বিষয়ে চিঠি না পাওয়ায় প্রকল্পের কাজ যথাযথভাবে তাঁরা খোঁজখবর নিতে পারেননি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, আইনানুসারে তদারকি কর্মকর্তাদের প্রকল্প বিষয়ে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়নে ৫৩টি প্রকল্পগ্রহণ করা হয়েছে। গত ১৫ এপ্রিল কার্যাদেশ অনুযায়ী সবগুলো প্রকল্পের বিপরীতে গ্রামীণ রাস্তা মেরামতে মাটি কাটার কাজ একযোগে শুরু করার কথা। ৩৩ দিন চলবে এই কাজ। এতে মাথাপিছু ৪০০ টাকা মজুরির ভিত্তিতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করতে পারবেন। অতি দরিদ্রসহ স্বাভাবিক কায়িক পরিশ্রমে অক্ষম এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে শ্রমিক নিয়োগ করার কথা রয়েছে।
প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন উপজেলা শাখা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তদারকি কর্মকর্তারা হলেন— কুলকান্দী ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা, বেলগাছায় সহকারী শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, চিনাডুলীতে ইউআইটিআরসিই ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম, সাপধরীতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, নোয়ারপাড়ায় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান, ইসলামপুর সদরে পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহমেদ, পাথর্শীতে দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আবুল কাশেম, পলবান্ধায় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার কর্মকর্তা
গোয়ালেরচর এ, কে, এম, মোস্তফা মনোয়ার, গাইবান্ধায় একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশিদ, চরপুটিমারীতে চরজীবিকায়ন প্রকল্পের সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর এবং চরগোয়ালিনী ইউনিয়নে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর খান।
কুলকান্দী ইউনিয়নে প্রকল্পের তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা বলেন, ‘গত ১৫ এপ্রিল প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আগামীকাল সরেজমিনে কাজ দেখতে যাব।’
সাপধরী ইউনিয়নে প্রকল্পের তদারকিতে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, ‘প্রকল্পের বিষয়ে এখনো চিঠি পাইনি। সেকারণেই কবে থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে, সেটা বলতে পারছি না। দূরে থাকায় প্রকল্পে আজ কতজন শ্রমিক কাজ করেছে, তাও জানতে পারিনি। তবে ইতিমধ্যে প্রকল্প বিষয়ে ইউএনও স্যার আমাদের নিয়ে বৈঠক করেছেন।’
চরগোয়ালিনী ইউনিয়নে প্রকল্পের তদারকিতে দায়িত্ব থাকা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর খান বলেন, ‘গত ১৫ এপ্রিল প্রকল্পের কাজ শুরু করার কথা শুনেছি। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় প্রকল্পের কাজ দেখতে সরেজমিনে যেতে পারিনি। কাজ না হলে, বিল কেটে দেওয়া হবে।’
চরপুটিমারীতে চরজীবিকায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমি ঢাকায় আছি। প্রকাল্পের কাজ শুরু করার কথা জেনেছি। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় সরেজমিনে প্রকল্পের কাজ দেখা হয়নি।’
বেলগাছা ইউনিয়নে প্রকল্পের তদারকির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘অন্য কাজে ব্যস্ত থাকায় প্রকল্পের কাজ দেখা হয়নি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, ‘প্রকল্পের কাজ দেখভাল করতে আইনানুসারে তদারকি কর্মর্কাতাদের অবগত করা হয়েছে। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করা হলেই, কেবল সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা সম্ভব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ তদারকি করার বিষয়ে গত সোমবার তদারকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। যথাযথভাবে কাজ তদারকি করতে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ তদারকি না করার অভিযোগ প্রমাণিত হলে, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য গৃহীত কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের তদারকি (ট্যাগ) কর্মকর্তাদের বিরুদ্ধে তদারকি না করার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ আগে কার্যাদেশ অনুযায়ী সবগুলো প্রকল্পের কাজ একযোগে শুরু করার কথা থাকলেও এখনো সিংহভাগ প্রকল্পের কাজ শুরুই করা হয়নি। আবার যেসব প্রকল্পের কাজ নামমাত্র শুরু করা হয়েছে— কর্মকর্তারা এখনো সেসব প্রকল্পের কাজ তদারকি করেননি।
কর্মকর্তাদের দাবি, নিজেদের দপ্তরের কাজে ব্যস্ত থাকায় সবসময় প্রকল্পে তদারকি করতে পারেন না তাঁরা। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্প বিষয়ে চিঠি না পাওয়ায় প্রকল্পের কাজ যথাযথভাবে তাঁরা খোঁজখবর নিতে পারেননি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, আইনানুসারে তদারকি কর্মকর্তাদের প্রকল্প বিষয়ে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়নে ৫৩টি প্রকল্পগ্রহণ করা হয়েছে। গত ১৫ এপ্রিল কার্যাদেশ অনুযায়ী সবগুলো প্রকল্পের বিপরীতে গ্রামীণ রাস্তা মেরামতে মাটি কাটার কাজ একযোগে শুরু করার কথা। ৩৩ দিন চলবে এই কাজ। এতে মাথাপিছু ৪০০ টাকা মজুরির ভিত্তিতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করতে পারবেন। অতি দরিদ্রসহ স্বাভাবিক কায়িক পরিশ্রমে অক্ষম এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে শ্রমিক নিয়োগ করার কথা রয়েছে।
প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন উপজেলা শাখা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তদারকি কর্মকর্তারা হলেন— কুলকান্দী ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা, বেলগাছায় সহকারী শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, চিনাডুলীতে ইউআইটিআরসিই ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মো. মনিরুল ইসলাম, সাপধরীতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, নোয়ারপাড়ায় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান, ইসলামপুর সদরে পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহমেদ, পাথর্শীতে দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আবুল কাশেম, পলবান্ধায় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার কর্মকর্তা
গোয়ালেরচর এ, কে, এম, মোস্তফা মনোয়ার, গাইবান্ধায় একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশিদ, চরপুটিমারীতে চরজীবিকায়ন প্রকল্পের সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর এবং চরগোয়ালিনী ইউনিয়নে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর খান।
কুলকান্দী ইউনিয়নে প্রকল্পের তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা বলেন, ‘গত ১৫ এপ্রিল প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আগামীকাল সরেজমিনে কাজ দেখতে যাব।’
সাপধরী ইউনিয়নে প্রকল্পের তদারকিতে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, ‘প্রকল্পের বিষয়ে এখনো চিঠি পাইনি। সেকারণেই কবে থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে, সেটা বলতে পারছি না। দূরে থাকায় প্রকল্পে আজ কতজন শ্রমিক কাজ করেছে, তাও জানতে পারিনি। তবে ইতিমধ্যে প্রকল্প বিষয়ে ইউএনও স্যার আমাদের নিয়ে বৈঠক করেছেন।’
চরগোয়ালিনী ইউনিয়নে প্রকল্পের তদারকিতে দায়িত্ব থাকা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর খান বলেন, ‘গত ১৫ এপ্রিল প্রকল্পের কাজ শুরু করার কথা শুনেছি। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় প্রকল্পের কাজ দেখতে সরেজমিনে যেতে পারিনি। কাজ না হলে, বিল কেটে দেওয়া হবে।’
চরপুটিমারীতে চরজীবিকায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমি ঢাকায় আছি। প্রকাল্পের কাজ শুরু করার কথা জেনেছি। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় সরেজমিনে প্রকল্পের কাজ দেখা হয়নি।’
বেলগাছা ইউনিয়নে প্রকল্পের তদারকির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘অন্য কাজে ব্যস্ত থাকায় প্রকল্পের কাজ দেখা হয়নি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, ‘প্রকল্পের কাজ দেখভাল করতে আইনানুসারে তদারকি কর্মর্কাতাদের অবগত করা হয়েছে। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করা হলেই, কেবল সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা সম্ভব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ তদারকি করার বিষয়ে গত সোমবার তদারকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। যথাযথভাবে কাজ তদারকি করতে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ তদারকি না করার অভিযোগ প্রমাণিত হলে, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৫ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৬ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩১ মিনিট আগে