গফরগাঁওয়ে দিনব্যাপী শীত উৎসব

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১০: ৩৮
Thumbnail image

ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বুধবার দিনব্যাপী শীত উৎসব হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য ১৯’-এর আয়োজনে আলতাফ হোসেন গোলন্দাজ মিলনায়তন চত্বরে এই শীত উৎসব হয়।

এ উপলক্ষে পিঠাপুলির স্টল, স্থানীয় উদ্যেক্তাদের পণ্যমেলা, তরুণ চিত্রশিল্পীদের আকাঁ চিত্রকর্ম প্রদর্শনী, বই বিনিময়, মুক্ত আলোচনা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। শীতের হরেক রকম পিঠা দিয়ে একে অপরকে আপ্যায়ন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বই বিনিময়, তরুণদের আঁকা চিত্রকর্ম আকৃষ্ট করেছে দর্শনার্থীদের।

উৎসবের  আয়োজক অদম্য ১৯-এর পরিচালক তায়েব মৃধা, গ্রামীণ ঐতিহ্যের পিঠাপুলি, তরুণদের চিত্রকর্ম, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যসামগ্রী আর বইয়ের সঙ্গে পাঠকের মেলবন্ধনের জন্য দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীত উৎসবের সমাপ্তি হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশেনায় ছিলেন সূর্যসারথি খেলাঘর আসর। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান, সামাজিক সংগঠন গফরগাঁও-৮৫-এর সভাপতি আবদুল হামিদ বাচ্চু, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত