নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ১২০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর পশ্চিম বাজার মোড় নামক এলাকায় থেকে ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মো. মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ ইমাম হোসেন ওরফে ইঞ্জিল হক (৪২) ও কাউছার মিয়া (৪০) পালিয়ে গেছে। ট্রাক চালকের নাম জানাতে পারেনি গ্রেপ্তার মহর আলী। গ্রেপ্তার মহর আলী পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মুনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে সেগুলো দেশি বস্তায় ভরে। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে বস্তাগুলো ট্রাকে তুলে তাঁর ওপর ত্রিপল দিয়ে বালুভর্তি করে জেলা শহরের দিকে রওনা হয়। গোপনে খবরে নাজিরপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানার একদল পুলিশ। সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বালুর নিচে থাকা ১২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি পায় পুলিশ।
পরে চিনিসহ ট্রাকটি জব্দ করার পাশাপাশি মহর আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চালকসহ আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহর আলী পালিয়ে যাওয়া দুই চোরাকারবারি নাম প্রকাশ করে। তবে ট্রাক চালকের নাম জানাতে পারেনি। সেই সঙ্গে চিনিগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় মহর আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা এমন অভিনব পন্থা অবলম্বন করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মহর আলীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নেত্রকোনার কলমাকান্দায় ১২০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর পশ্চিম বাজার মোড় নামক এলাকায় থেকে ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মো. মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ ইমাম হোসেন ওরফে ইঞ্জিল হক (৪২) ও কাউছার মিয়া (৪০) পালিয়ে গেছে। ট্রাক চালকের নাম জানাতে পারেনি গ্রেপ্তার মহর আলী। গ্রেপ্তার মহর আলী পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মুনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে সেগুলো দেশি বস্তায় ভরে। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে বস্তাগুলো ট্রাকে তুলে তাঁর ওপর ত্রিপল দিয়ে বালুভর্তি করে জেলা শহরের দিকে রওনা হয়। গোপনে খবরে নাজিরপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানার একদল পুলিশ। সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বালুর নিচে থাকা ১২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি পায় পুলিশ।
পরে চিনিসহ ট্রাকটি জব্দ করার পাশাপাশি মহর আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চালকসহ আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহর আলী পালিয়ে যাওয়া দুই চোরাকারবারি নাম প্রকাশ করে। তবে ট্রাক চালকের নাম জানাতে পারেনি। সেই সঙ্গে চিনিগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় মহর আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা এমন অভিনব পন্থা অবলম্বন করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মহর আলীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে