Ajker Patrika

কলমাকান্দায় বালুভর্তি ট্রাকে মিলল ১২০ বস্তা চিনি, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২: ৪৩
কলমাকান্দায় বালুভর্তি ট্রাকে মিলল ১২০ বস্তা চিনি, গ্রেপ্তার ১

নেত্রকোনার কলমাকান্দায় ১২০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর পশ্চিম বাজার মোড় নামক এলাকায় থেকে ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মো. মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ ইমাম হোসেন ওরফে ইঞ্জিল হক (৪২) ও কাউছার মিয়া (৪০) পালিয়ে গেছে। ট্রাক চালকের নাম জানাতে পারেনি গ্রেপ্তার মহর আলী। গ্রেপ্তার মহর আলী পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মুনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে সেগুলো দেশি বস্তায় ভরে। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে বস্তাগুলো ট্রাকে তুলে তাঁর ওপর ত্রিপল দিয়ে বালুভর্তি করে জেলা শহরের দিকে রওনা হয়। গোপনে খবরে নাজিরপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানার একদল পুলিশ। সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বালুর নিচে থাকা ১২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি পায় পুলিশ। 

কলমাকান্দায় চিনিহ জব্দ করা ট্রাকপরে চিনিসহ ট্রাকটি জব্দ করার পাশাপাশি মহর আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চালকসহ আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহর আলী পালিয়ে যাওয়া দুই চোরাকারবারি নাম প্রকাশ করে। তবে ট্রাক চালকের নাম জানাতে পারেনি। সেই সঙ্গে চিনিগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় মহর আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা এমন অভিনব পন্থা অবলম্বন করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মহর আলীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত