Ajker Patrika

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১১: ৫৪
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

শেরপুরের নকলায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে অটোরিকশায় থাকা তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নকলা পৌরসভার গড়েরগাঁও কান্দাপাড়া এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার  জবেদা খাতুন (৭৫) ও আবেদা খাতুন (৪৫) এবং ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার রাজা মিয়া (৫৫)।

আহত ব্যক্তিরা হলেন নিহত রাজা মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৪৫) ও আবেদা খাতুনের ছেলে আরাফাত রহমান (৬), নালিতাবাড়ীর পোড়াগাঁও এলাকার আব্দুল হাই (৫৫) ও ছামিদ আলী (৫০) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকার অটোরিকশাচালক আজাহার আলী ওরফে আক্কাছ আলী (৪৮)।

অটোরিকশাচালক ছাড়া আহত ও নিহত সবাই পরস্পরের আত্মীয়। তাঁরা মঙ্গলবার বিকেলে আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহপুর এলাকায় গিয়েছিলেন। রাতে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে অটোরিকশাচালক আজাহারের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহপুর এলাকার আব্দুল খালেক মঙ্গলবার সকালে মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে খালেকের ছেলে জাকির মিয়ার শ্বশুর নালিতাবাড়ীর পোড়াগাঁও এলাকার আব্দুল হাই (৬০) জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজনসহ বিকেলে খালেকের বাড়িতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে রাতে একটি অটোরিকশায় করে সবাই বাড়ি ফিরছিলেন। 

রাত সাড়ে ৯টার দিকে নকলা পৌরসভার গড়েরগাঁও কান্দাপাড়া এলাকায় বাইপাস সড়কে অটোরিকশাটির সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী জবেদা খাতুন ও রাজা মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশাচালকসহ আরও ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে আবেদা খাতুন মারা যান।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত