Ajker Patrika

কুকুর মারার ফাঁদ বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু 

নকলা (শেরপুর) প্রতিনিধি
কুকুর মারার ফাঁদ বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু 

শেরপুরের নকলায় কুকুর মারতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুরুজ্জামান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামে আরেক কৃষক আহত হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার (১৫ জুন) বিকেলে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

সুরুজ্জামানের বাড়ি নামা কৈয়াকুড়ি গ্রামে। তাঁর পিতার নাম চাঁন মিয়া। তিনি ২ সন্তানের জনক ছিলেন। আহত জয়নাল একই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, সম্প্রতি নামা কৈয়াকুড়ি গ্রামে কুকুরের কামড়ে জয়নালের একটি ছাগল মারা যায় এবং আরেকটি ছাগল আহত হয়। গতকাল শুক্রবার বিকেলে একটি কুকুর সুরুজ্জামানকে কামড়ানোর জন্য ধাওয়া করলে সে দৌড়ে কোনোমতে ঘরে ঢুকে রক্ষা পায়। সেই ক্ষোভে জয়নাল ও সুরুজ্জামান মিলে কুকুর মারার জন্য বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মোটর থেকে বৈদ্যুতিক ফাঁদ তৈরির চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত সুরুজ্জামান বিদ্যুতের তারে জড়িয়ে গেলে জয়নাল তাঁকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আর জয়নালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সুরুজ্জামানের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত