নালিতাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ যুবকের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৫: ২০
Thumbnail image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবকের মৃত্যু হয়েছে। তিনি আগে থেকেই জন্ডিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার সমশ্চুড়া বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম দুর্জয় সাংমা (২৪)। তিনি উপজেলার বুরুঙ্গা গ্রামের তাপস সাংমার ছেলে। 

পরিবার ও স্থানীয়রা বলছেন, দুর্জয় বেশ কিছুদিন যাবৎ জন্ডিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেলে এলাকার অন্য যুবকদের সঙ্গে পশ্চিম সমশ্চুড়া বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান তিনি। বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে অসুস্থ হয়ে পড়লে খেলা রেখে মাঠে বসে থাকেন। 

একপর্যায়ে বেশি অসুস্থ বোধ করলে খেলার সাথিরা তাঁকে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু দুর্জয় স্বাভাবিক না হওয়ায় সন্ধ্যায় তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় মৃত অবস্থাতেই দুর্জয় সাংমাকে হাসপাতালে আনা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত