Ajker Patrika

ময়মনসিংহে ভবনের টয়লেট থেকে বৃদ্ধ কেয়ারটেকারের রক্তাক্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহে টয়লেট থেকে সবুজ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজায় এই ঘটনা ঘটে।

সবুজ মিয়া উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদী এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত সবুজ মিয়া পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজার কেয়ারটেকার ছিলেন। গতকাল বুধবার রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে স্ত্রী তাঁকে খুঁজতে জাহিন প্লাজায় যান। বাসার সব কক্ষে খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ মেলেনি।

কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, একপর্যায়ে বাসার টয়লেটের দরজা খুলে সবুজ মিয়াকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তাঁর স্ত্রী। বাড়ি নেওয়ার পর গলায় দাগ ও কান দিয়ে রক্ত পড়তে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সফিকুল ইসলাম আরও বলেন, সবুজ মিয়া কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত