গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তিকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে শাহজাহান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামের এক ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
মাকসিদুল গাজির বাড়ি খুলনায়। একই অভিযোগে একাধিকবার শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আল ইমরান।
ওসি আল ইমরান জানান, শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরে ঠিকানা মতো কোনো চাকরিপ্রত্যাশী এলে তাঁকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন। দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজি নামের বেকার যুবক বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ময়মনসিংহে আসেন। আসার পর তাঁকে জিম্মি করা হয়। তাঁর বাড়িতে মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শাহজাহান ও তাঁর সঙ্গীরা।
স্থানীয় লোকজন মাকসিদুলকে জিম্মি করার বিষয় টের পেয়ে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ শাহজাহানকে থানায় নিয়ে যান। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজি বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অন্য আসামিরা হলেন নাপতের আলগী গ্রামের সবুজ ও নান্দাইল উপজেলার শফিকুল। তাঁরা পলাতক রয়েছেন বলে জানান জানান ওসি আল ইমরান।
গৌরীপুর থানার আরেক ওসি সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার একই ধরনের অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একটি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে আরও কিছু নাম পাওয়া গেছে। আজ বুধবার শাহজাহানকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
ময়মনসিংহের গৌরীপুরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তিকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে শাহজাহান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামের এক ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
মাকসিদুল গাজির বাড়ি খুলনায়। একই অভিযোগে একাধিকবার শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আল ইমরান।
ওসি আল ইমরান জানান, শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরে ঠিকানা মতো কোনো চাকরিপ্রত্যাশী এলে তাঁকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন। দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজি নামের বেকার যুবক বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ময়মনসিংহে আসেন। আসার পর তাঁকে জিম্মি করা হয়। তাঁর বাড়িতে মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শাহজাহান ও তাঁর সঙ্গীরা।
স্থানীয় লোকজন মাকসিদুলকে জিম্মি করার বিষয় টের পেয়ে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ শাহজাহানকে থানায় নিয়ে যান। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজি বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অন্য আসামিরা হলেন নাপতের আলগী গ্রামের সবুজ ও নান্দাইল উপজেলার শফিকুল। তাঁরা পলাতক রয়েছেন বলে জানান জানান ওসি আল ইমরান।
গৌরীপুর থানার আরেক ওসি সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার একই ধরনের অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একটি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে আরও কিছু নাম পাওয়া গেছে। আজ বুধবার শাহজাহানকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২০ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪০ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪৪ মিনিট আগে