Ajker Patrika

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, চালকসহ আহত ৬

শেরপুর প্রতিনিধি
শেরপুরে সড়কে হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ছবি: আজকের পত্রিকা
শেরপুরে সড়কে হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে এক্সকাভেটর বহনকারী একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন আহত হন। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুসলিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতীর হলদিগ্রাম এলাকার অটোরিকশাচালক মো. আলাউদ্দিন, শেরপুর শহরের পশ্চিম শেরীপাড়া এলাকার জহুরুল হকের ছেলে আমিনুল ইসলাম, শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে সুলতান মিয়া, সুলতান মিয়ার স্ত্রী মনিকা বেগম ও শিশুসন্তান মাহিম এবং কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত ৯টার দিকে ঝিনাইগাতীগামী এক্সকাভেটর বহনকারী একটি ট্রাক বাসকে পাস দেওয়ার সময় অটোরিকশার ওপর তুলে দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে যান। যাত্রী মুসলিম উদ্দিন ও চালক আলাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মুসলিম উদ্দিন মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপর ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপর কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত