দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাঁদের। একাধিকবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাঁদের।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাঁদের। একাধিকবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাঁদের।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
২৩ মিনিট আগেনাশকতার মামলায় জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করিয়েছেন বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী। তিনি জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
৩৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৪ মিনিট আগেপল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে (৬৪) কারাগারে পাঠানো হয়েছে। মামলায় তার রিমান্ড শুনানি হবে ২৪ নভেম্বর। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
৪২ মিনিট আগে