দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাঁদের। একাধিকবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাঁদের।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাঁদের। একাধিকবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাঁদের।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেআপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।
২১ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় শিক্ষাসফরের চারটি স্কুলবাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাস থেকে মালপত্র লুট করে নিয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ১০ দিনে এ সড়কে পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটল।
২৫ মিনিট আগেচটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে