Ajker Patrika

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার জানাজানি হয়। 

এদিকে আজ দুপুরেও উপজেলার মরিচারচার উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের শহিদ মিনারে অবস্থান নেয় তারা। পরে ইউএনও স্বাক্ষরিত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের কপি হাতে পেয়ে উপজেলা পরিষদ ত্যাগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে দুই দফায় গত ৫ ও ৮ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এ ছাড়া গত ২ সেপ্টেম্বর থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন, আন্দোলন, অবস্থান কর্মসূচি, শ্রেণিকক্ষে তালা, বিক্ষোভ মিছিল, ক্লাস বর্জন ও উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিদ্যালয়টিতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রধান শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষক-কর্মচারীর সমন্বয়হীনতা এবং প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মর্মে তদন্ত কমিটির কাছে দৃশ্যমান হয়েছে। 

শুধু তা-ই নয়, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার কোনো পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে এবং কোমলমতি শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষায় ম্যানেজিং কমিটির পরবর্তী সভার অনুমোদন সাপেক্ষে প্রশাসনিক কারণে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ আহাম্মেদের কাছে যাবতীয় দায়িত্বভার হস্তান্তর করবেন এবং বিধি মোতাবেক খোরপোষ-ভাতা প্রাপ্য হবেন। 

এ প্রসঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দিন বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলার মতো অবস্থায় নাই। পরে ফোন দিয়েন।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিটি তদন্তের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত