নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মলি ওই এলাকার বেসরকারি চাকরিজীবী মকছেদ আলীর মেয়ে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তিন বোনের মধ্যে মলি ছিল মেজ।
নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবার দাবি করছে, গতকাল বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মলি।
মলির বাবা মকছেদ আলী বলেন, ‘দুপুরে মলির সঙ্গে ফোনে কথা হয়েছিল। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানায়, মলি আত্মহত্যা করেছে। তখন পরিবারের অন্যরা খেতে আলু তুলতে গিয়েছিল। খবর পেয়ে আমি নকলা থানায় আসি। মলি কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মলি ওই এলাকার বেসরকারি চাকরিজীবী মকছেদ আলীর মেয়ে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তিন বোনের মধ্যে মলি ছিল মেজ।
নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবার দাবি করছে, গতকাল বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মলি।
মলির বাবা মকছেদ আলী বলেন, ‘দুপুরে মলির সঙ্গে ফোনে কথা হয়েছিল। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানায়, মলি আত্মহত্যা করেছে। তখন পরিবারের অন্যরা খেতে আলু তুলতে গিয়েছিল। খবর পেয়ে আমি নকলা থানায় আসি। মলি কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন ওরফে মিঠুনকে (৩৫) ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১৪ মিনিট আগেবাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুটি সীমান্ত পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আরও একজন আহত হয়েছে। পৃথক এ দুই ঘটনায় নিখোঁজ দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
১৭ মিনিট আগেরাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতি
১ ঘণ্টা আগেপাঠ্যবইয়ে যথাযথভাবে চব্বিশের গণ-অভ্যুত্থান তুলে ধরতে বই পরিমার্জনের দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের প্রতিফলন না হওয়া, ইতিহাস বিকৃতি, ব্যবহৃত ছবি নিয়ে প্রশ্ন ও মানহীনতা, বইয়ের অপ্রাসঙ্গিক প্রচ্ছদ এবং বিষয়বস্
১ ঘণ্টা আগে