Ajker Patrika

ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০: ৩০
ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভুয়া সমন্বয়কদের মামলা-বাণিজ্য, সাধারণ জনগণের সঙ্গে হয়রানিমূলক কর্মকাণ্ড এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদ জানানো হয়।

ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী শরিফ সরকার, সাইম খান, সাব্বির খান লোহানী প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আমরা ওই মিছিলকারীদের ধিক্কার জানাই।’

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কেরা চাঁদাবাজি করে যাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ জনগণকে নানাভাবে হয়রানি করছেন। এ ছাড়া কেউ কেউ মামলা-বাণিজ্য শুরু করেছেন। আমরা ওই সব বেমানান কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।’

সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। দাবি না মানা হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত