পৌরসভা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আ.লীগের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ১৬
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এএইচএম মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওয়াজ কুরুণী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র, ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ যোগানিয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত