Ajker Patrika

পৌরসভা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, আ.লীগের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী পৌর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বাদী হয়ে থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—এএইচএম মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ওয়াজ কুরুণী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র, ফজলুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ বকুল বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ যোগানিয়া ইউপি চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়ের হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত