বাকৃবি প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭২ সালে ফিরে আসার পর দেশে দুর্বার গতিতে উন্নয়ন শুরু হয়। ফলে এ দেশ এগিয়ে গেছে, যা অন্য কোনো দেশের নেতার পক্ষেই সম্ভব ছিল না। দেশে যখন আমলাতন্ত্র শূন্য ছিল, তখন মাত্র ২১ দিনে দেশের মানুষের পুনর্বাসন, পুনর্গঠন ও উন্নয়নের জন্য পরিকল্পনা পরিষদ গঠন করা হয়।’
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও কৃষিবান্ধব বর্তমান সরকার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় বাকৃবির উপাচার্য বলেন ড. লুৎফুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন কৃষিবান্ধব নেতা। ১৯৭৫ সালের নির্মম হত্যার পর সবকিছু থমকে যায়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব নীতির প্রতিফলন করেন। সেই দায়িত্ব নিয়ে তিনি কৃষিতে বিপ্লব এনেছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বাংলাদেশ রূপান্তরিত হবে কৃষি ও কৃষকের দেশ হিসেবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘অনুন্নত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিআরসিকে পুনর্গঠন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ও কৃষিকে প্রথম মর্যাদা দেওয়াসহ নিয়েছিলেন আরও অনেক পদক্ষেপ। ইতিহাস গড়া সেই নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।’
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
২ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
২ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৫ ঘণ্টা আগে