Ajker Patrika

পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ২ ভাই

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৬: ০২
পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় নিহত ২ ভাই

জামালপুরের দেওয়ানগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত দুজন হলেন হাবিবুর রহমান হইবর (৪০) ও সোলায়মান হোসেন (৩৭)। নিহত হাবিবুর রহমান ও সোলায়মান হোসেন তিলকপুর পূর্ব পাড়া গ্রামের মো. সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত হাবিবুরের ছেলে ফকরুল একই গ্রামের ইউনুসের ছেলে ইমরানের কাছে দুই হাজার টাকা পান। রোববার সকালে ফকরুলসহ কয়েকজন ইমরানের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফকরুল ও ইমরানের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ছেলের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে ফকরুলের বাবা হাবিবুর রহমান ও চাচা সোলাইমান সেখানে যান। এ সময় দু-পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। প্রতিপক্ষ দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুর রহমান ও সোলায়মানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত