ধানখেতে যুবকের লাশ, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু, বলছে পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ১৯: ১৩
Thumbnail image

জয়পুরহাটের কালাই উপজেলায় ধানখেত থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ সকালে এলাকাবাসী উদয়পুর ইউনিয়নের শেখপুরের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশে ধানখেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসীম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান যুবকটি। সে সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। 

তাঁর হাতের আঙুলগুলো কুঁচকে গেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত