চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঠেকাতে সাতটি ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ—এমন অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। আজ বুধবার পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার কাজ কখনো সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধু মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলো নিয়ে এসেছি, সংসদ সদস্য তাঁর বিপক্ষে ডিও লেটার দিয়েছেন।’
তিনি বলেন, এক মাসের মধ্যে পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য সাতটি ডিও লেটার দিয়েছেন।
পৌর মেয়র আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওদুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই।
আব্দুল ওদুদ বলেন, ‘মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তাঁর ব্যর্থটা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।’ সংসদ সদস্যকে ছাড়া মেয়র কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
পৌরসভার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল প্রমুখ।
১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঠেকাতে সাতটি ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ—এমন অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। আজ বুধবার পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার কাজ কখনো সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধু মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলো নিয়ে এসেছি, সংসদ সদস্য তাঁর বিপক্ষে ডিও লেটার দিয়েছেন।’
তিনি বলেন, এক মাসের মধ্যে পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য সাতটি ডিও লেটার দিয়েছেন।
পৌর মেয়র আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওদুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই।
আব্দুল ওদুদ বলেন, ‘মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তাঁর ব্যর্থটা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।’ সংসদ সদস্যকে ছাড়া মেয়র কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
পৌরসভার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল প্রমুখ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৪ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তুর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯ তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৭ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
১৬ মিনিট আগে