নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সিল দেওয়া একটি ব্যালটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বাঘা হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
ওই তিনজনের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর ছেলে। তাঁর নাম জাকি মোহাম্মদ চয়ন। মোকাদ্দেস আলী নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন। অন্য দুজন হলেন রাসেল আলী ও হাসান আলী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অবস্থায় জাকি মোহাম্মদ চয়ন বলেন, হাসান তাঁকে টিয়া পাখি প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট পেপার এনে দেন যেন অন্য কোনো ভোটারের মাধ্যমে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়। হাতে ব্যালট থাকা অবস্থায় পুলিশ তাঁকে আটক করে।
তবে আটক অবস্থায় হাসান দাবি করেন, তিনি চয়নকে এই ব্যালট দেননি। চয়ন কেন তাঁর নাম বলছেন তা তিনি বলতে পারেন না।
আটক হওয়ার বিষয়ে রাসেল বলেন, বাইরের সিল দেওয়া ব্যালট দেখে তাঁরা ভেবেছিলেন কেন্দ্রে অনিয়ম হচ্ছে। তাই তিনি বলেছিলেন, কেন্দ্রে অনিয়ম হলে জনগণ মেনে নেবে না। আর এ কারণে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন রাসেল।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, তিনজন আটক অবস্থায় আছে। কার কতটুকু অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভোটকেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সিল দেওয়া একটি ব্যালটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বাঘা হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
ওই তিনজনের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর ছেলে। তাঁর নাম জাকি মোহাম্মদ চয়ন। মোকাদ্দেস আলী নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন। অন্য দুজন হলেন রাসেল আলী ও হাসান আলী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অবস্থায় জাকি মোহাম্মদ চয়ন বলেন, হাসান তাঁকে টিয়া পাখি প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট পেপার এনে দেন যেন অন্য কোনো ভোটারের মাধ্যমে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়। হাতে ব্যালট থাকা অবস্থায় পুলিশ তাঁকে আটক করে।
তবে আটক অবস্থায় হাসান দাবি করেন, তিনি চয়নকে এই ব্যালট দেননি। চয়ন কেন তাঁর নাম বলছেন তা তিনি বলতে পারেন না।
আটক হওয়ার বিষয়ে রাসেল বলেন, বাইরের সিল দেওয়া ব্যালট দেখে তাঁরা ভেবেছিলেন কেন্দ্রে অনিয়ম হচ্ছে। তাই তিনি বলেছিলেন, কেন্দ্রে অনিয়ম হলে জনগণ মেনে নেবে না। আর এ কারণে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন রাসেল।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, তিনজন আটক অবস্থায় আছে। কার কতটুকু অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভোটকেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৯ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩০ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৫ মিনিট আগে