ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
চাকরি জাতীয়করণের দাবিতে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মতো ঈশ্বরদীতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হয়।
এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
কর্মবিরতি পালনের আগে গতকাল সকালে নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হন। এ সময় নকলনবিশেরা সাংবাদিকদের জানান, জমি বেচা-কেনা সংক্রান্ত কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তারাও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে দেশের প্রায় ১৮ হাজার নকলনবিশের পরিবার-পরিজনরা ভীষণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন।
তাঁরা আরও জানান, ১৯৫৮ সালে হাইকোর্ট, জজকোর্ট ও সরকারের অন্যান্য বিভাগে নকলনবিশদের চাকরি সরকারিকরণ হলেও রেজিস্ট্রি বিভাগে কর্মরত নকলনবিশদের চাকরি আজও পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। যা খুবই দুঃখজনক।
নকলনবিশ সুজন আলী বলেন, ‘দাবি মানা না হলে আমরা আগামীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব।’
এদিকে কর্মবিরতির চলাকালে গতকাল বুধবার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি নিবন্ধন ছাড়া অন্যান্য কাজ বন্ধ থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের বিড়ম্বনায় পড়তে হয়।
চাকরি জাতীয়করণের দাবিতে পাবনার ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত নকলনবিশেরা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের মতো ঈশ্বরদীতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হয়।
এদিকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
কর্মবিরতি পালনের আগে গতকাল সকালে নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে একত্রিত হন। এ সময় নকলনবিশেরা সাংবাদিকদের জানান, জমি বেচা-কেনা সংক্রান্ত কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তারাও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও তাদের চাকরি জাতীয়করণ করা হয়নি। এতে দেশের প্রায় ১৮ হাজার নকলনবিশের পরিবার-পরিজনরা ভীষণ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন।
তাঁরা আরও জানান, ১৯৫৮ সালে হাইকোর্ট, জজকোর্ট ও সরকারের অন্যান্য বিভাগে নকলনবিশদের চাকরি সরকারিকরণ হলেও রেজিস্ট্রি বিভাগে কর্মরত নকলনবিশদের চাকরি আজও পর্যন্ত সরকারিকরণ করা হয়নি। যা খুবই দুঃখজনক।
নকলনবিশ সুজন আলী বলেন, ‘দাবি মানা না হলে আমরা আগামীতে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব।’
এদিকে কর্মবিরতির চলাকালে গতকাল বুধবার ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি অফিসে শুধু জমি নিবন্ধন ছাড়া অন্যান্য কাজ বন্ধ থাকে। এতে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের বিড়ম্বনায় পড়তে হয়।
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
১৭ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২ ঘণ্টা আগে