নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘরে লুট করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে তা প্রতিহত করেছে। পরে খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর একটি দল গিয়ে রাজশাহীর এই জাদুঘরটির নিরাপত্তা নিশ্চিত করে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এ জাদুঘরে লুটের চেষ্টা করা হয়েছিল। তখনই শিক্ষার্থীরা গিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন।
এরপর রাতভর শিক্ষার্থীরা জাদুঘর পাহারা দিয়েছেন। তাঁদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। সেনাবাহিনী এ জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করেছে।
এর আগে গতকাল বিকেল থেকে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে হামলা ও হরিণ লুটের কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গিয়ে সেখানে অবস্থান নেন। রাতভর তাঁরা এ চিড়িয়াখানাও পাহারা দিয়েছেন।
এ ছাড়া রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পাহারা দিয়েছেন শিক্ষার্থীরা। যদিও গত সোমবার হাইটেক পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। চিড়িয়াখানার ভেতর থাকা একটি রিসোর্টেও অগ্নিসংযোগ করা হয়। সেখানেও লুটপাট চলেছে।
আজ বুধবার সকাল থেকে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদের শহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ ছাড়া তাঁদের কয়েকটি দলকে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অনেক দল পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দিয়েছে মানুষের নিরাপত্তার জন্য।
কেউ যাতে সহিংসতা করতে না পারে, তার জন্য রাজশাহীর শিক্ষার্থীদের কোনো কোনো দল মন্দির পাহারা দিয়েছেন। এসব কাজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদেরও অংশ নিতে দেখা গেছে।
বরেন্দ্র গবেষণা জাদুঘরে লুট করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে তা প্রতিহত করেছে। পরে খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর একটি দল গিয়ে রাজশাহীর এই জাদুঘরটির নিরাপত্তা নিশ্চিত করে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এ জাদুঘরে লুটের চেষ্টা করা হয়েছিল। তখনই শিক্ষার্থীরা গিয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন।
এরপর রাতভর শিক্ষার্থীরা জাদুঘর পাহারা দিয়েছেন। তাঁদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। সেনাবাহিনী এ জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করেছে।
এর আগে গতকাল বিকেল থেকে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে হামলা ও হরিণ লুটের কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গিয়ে সেখানে অবস্থান নেন। রাতভর তাঁরা এ চিড়িয়াখানাও পাহারা দিয়েছেন।
এ ছাড়া রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পাহারা দিয়েছেন শিক্ষার্থীরা। যদিও গত সোমবার হাইটেক পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। চিড়িয়াখানার ভেতর থাকা একটি রিসোর্টেও অগ্নিসংযোগ করা হয়। সেখানেও লুটপাট চলেছে।
আজ বুধবার সকাল থেকে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদের শহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ ছাড়া তাঁদের কয়েকটি দলকে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অনেক দল পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা দিয়েছে মানুষের নিরাপত্তার জন্য।
কেউ যাতে সহিংসতা করতে না পারে, তার জন্য রাজশাহীর শিক্ষার্থীদের কোনো কোনো দল মন্দির পাহারা দিয়েছেন। এসব কাজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদেরও অংশ নিতে দেখা গেছে।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৮ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪২ মিনিট আগে