নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দপ্তরের আগুন তিন দিনেও নেভেনি। আজ বুধবার দুপুরেও তাঁর দপ্তরে ছাইয়ের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নগর ভবনের দোতলার একটি কক্ষে বসতেন মেয়র লিটন।
নগর ভবনের ১০তলার একটি কক্ষে পেপার কাটিং রাখা হতো। আজ বুধবার সকালেও এখানে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়লে নগর ভবনে আগুন দেওয়া হয়। তাতে প্রথম থেকে পঞ্চমতলা পর্যন্ত পুড়ে গেছে। তা ছাড়া প্রতিটি তলার প্রতিটি কক্ষের কম্পিউটার, এসিসহ সব মালামাল লুট করা হয়েছে।
ধ্বংসস্তূপের মধ্যেই আজ বুধবার সকালে সিটি করপোরেশনের কর্মীরা দপ্তরে এসেছিলেন। তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিলেন। তখন ৪০৬ নম্বর কক্ষে কয়েকটি ককটেল দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় নগর ভবনে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্মীরা হুড়মুড় করে নেমে আসেন।
৪০৬ নম্বর কক্ষটি মেয়রের একজন উপদেষ্টার। দুটি কার্টনে এই কক্ষে কয়েকটি ককটেল রাখা ছিল। পরে কয়েকজন কাউন্সিলর ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার ওই কক্ষে যান। দুজন কাউন্সিলর ককটেলের কার্টন দুটি নিচতলায় নিয়ে আসেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর নেতা সালাহউদ্দিনসহ কয়েকজন নগর ভবনে গিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা করেন। ঝুঁকি নিয়ে তাঁরা কেন ককটেল নিচে নামিয়ে আনলেন সেই প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁরা দাবি করেন, সব সরকারি স্থাপনার নিরাপত্তায় এখন ছাত্ররা আছে। তাঁরা ককটেলগুলো বুঝে নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের দূরে সরিয়ে দেন। সেনাবাহিনীকে ডেকে ককটেল নিষ্ক্রিয় করা হবে বলে তাঁরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সিটি করপোরেশনে ৩০ বছর ধরে চাকরি করছি। আমার দরদ আছে। সব পুড়ে ছারখার হয়ে গেছে। আমার কষ্ট লাগছে। কিন্তু তারা যেভাবে কথা বলল, তাতে কষ্ট পেয়ে সরে এসেছি। সব যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন তারা কোথায় ছিল? এখান থেকেই তো আমরা শহরকে সাজানোর কাজ করি।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের দপ্তরের আগুন তিন দিনেও নেভেনি। আজ বুধবার দুপুরেও তাঁর দপ্তরে ছাইয়ের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নগর ভবনের দোতলার একটি কক্ষে বসতেন মেয়র লিটন।
নগর ভবনের ১০তলার একটি কক্ষে পেপার কাটিং রাখা হতো। আজ বুধবার সকালেও এখানে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়লে নগর ভবনে আগুন দেওয়া হয়। তাতে প্রথম থেকে পঞ্চমতলা পর্যন্ত পুড়ে গেছে। তা ছাড়া প্রতিটি তলার প্রতিটি কক্ষের কম্পিউটার, এসিসহ সব মালামাল লুট করা হয়েছে।
ধ্বংসস্তূপের মধ্যেই আজ বুধবার সকালে সিটি করপোরেশনের কর্মীরা দপ্তরে এসেছিলেন। তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিলেন। তখন ৪০৬ নম্বর কক্ষে কয়েকটি ককটেল দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় নগর ভবনে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্মীরা হুড়মুড় করে নেমে আসেন।
৪০৬ নম্বর কক্ষটি মেয়রের একজন উপদেষ্টার। দুটি কার্টনে এই কক্ষে কয়েকটি ককটেল রাখা ছিল। পরে কয়েকজন কাউন্সিলর ও প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার ওই কক্ষে যান। দুজন কাউন্সিলর ককটেলের কার্টন দুটি নিচতলায় নিয়ে আসেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর নেতা সালাহউদ্দিনসহ কয়েকজন নগর ভবনে গিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা করেন। ঝুঁকি নিয়ে তাঁরা কেন ককটেল নিচে নামিয়ে আনলেন সেই প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাঁরা দাবি করেন, সব সরকারি স্থাপনার নিরাপত্তায় এখন ছাত্ররা আছে। তাঁরা ককটেলগুলো বুঝে নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের দূরে সরিয়ে দেন। সেনাবাহিনীকে ডেকে ককটেল নিষ্ক্রিয় করা হবে বলে তাঁরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সিটি করপোরেশনে ৩০ বছর ধরে চাকরি করছি। আমার দরদ আছে। সব পুড়ে ছারখার হয়ে গেছে। আমার কষ্ট লাগছে। কিন্তু তারা যেভাবে কথা বলল, তাতে কষ্ট পেয়ে সরে এসেছি। সব যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন তারা কোথায় ছিল? এখান থেকেই তো আমরা শহরকে সাজানোর কাজ করি।’
দীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৭ মিনিট আগেতথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বুধবার রাজধানীর গুলশানে দ্যা কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’ এর (এডব্লিউআরটিআই) বার্ষিক শিক্ষণ সম্মেলন অন
৩০ মিনিট আগে