আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী ঘাটসংলগ্ন এলাকার একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় আজ সোমবার সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে লেগে ছিল। আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নরেশ রবিদাস রুকিন্দীপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারতলী ঘাট এলাকায় আজ সকালে স্থানীয়রা একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ও পা মাটিতে লেগে ছিল।
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানি না।
নিহতের ছেলে সুজন কুমার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা গতকাল রোববার রাত ৮টার দিকে বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে যান। আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর বাবার মরদেহ আমগাছে ঝুলছে। তাঁর ধারণা, তাঁর বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।
জয়পুরহাটের আক্কেলপুরে নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী ঘাটসংলগ্ন এলাকার একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় আজ সোমবার সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে লেগে ছিল। আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নরেশ রবিদাস রুকিন্দীপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারতলী ঘাট এলাকায় আজ সকালে স্থানীয়রা একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ও পা মাটিতে লেগে ছিল।
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানি না।
নিহতের ছেলে সুজন কুমার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা গতকাল রোববার রাত ৮টার দিকে বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে যান। আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর বাবার মরদেহ আমগাছে ঝুলছে। তাঁর ধারণা, তাঁর বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩৭ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে