নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে মনোনয়নপত্র বাতিল হলেও আজ বৃহস্পতিবার দুপুরে আপিলেট ডিভিশনে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
এই আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। তিনি এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য। তাঁদের সঙ্গে ভোটের মাঠে আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান আক্তার এলেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ঈগল প্রতীক নিয়ে তিনি লড়বেন বলেও জানিয়েছেন।
আখতারুজ্জামান আক্তার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত বছর জেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছিলেন। সে সময় মাত্র ৩২ ভোটে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তারের আইনজীবী জাহিদ ইমাম আজকের পত্রিকাকে জানান, আপিলেট ডিভিশনের চেম্বার আদালতে উচ্চ আদালতের প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। বিচারপতি এম এনায়েতুর রহিম আবেদন মঞ্জুর করেছেন। প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি প্রার্থী নিজেই আদালত থেকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এখন মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী রাজশাহী-১ আসনেই।
এই ১০ জনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই এখন তিনজন। মাহিয়া মাহি, আখতারুজ্জামান আক্তার ছাড়াও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এখানে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
এ আসনে বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর, বিএনএফের মো. আল-সাআদ টেলিভিশন, তৃণমূল বিএনপির জামাল খান দুদু সোনালী আঁশ, এনপিপির নুরুন্নেসা আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি ও জাতীয় পার্টির মো. শামসুদ্দীন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে মনোনয়নপত্র বাতিল হলেও আজ বৃহস্পতিবার দুপুরে আপিলেট ডিভিশনে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
এই আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। তিনি এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য। তাঁদের সঙ্গে ভোটের মাঠে আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান আক্তার এলেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ঈগল প্রতীক নিয়ে তিনি লড়বেন বলেও জানিয়েছেন।
আখতারুজ্জামান আক্তার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত বছর জেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছিলেন। সে সময় মাত্র ৩২ ভোটে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তারের আইনজীবী জাহিদ ইমাম আজকের পত্রিকাকে জানান, আপিলেট ডিভিশনের চেম্বার আদালতে উচ্চ আদালতের প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। বিচারপতি এম এনায়েতুর রহিম আবেদন মঞ্জুর করেছেন। প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি প্রার্থী নিজেই আদালত থেকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এখন মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী রাজশাহী-১ আসনেই।
এই ১০ জনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই এখন তিনজন। মাহিয়া মাহি, আখতারুজ্জামান আক্তার ছাড়াও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এখানে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
এ আসনে বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর, বিএনএফের মো. আল-সাআদ টেলিভিশন, তৃণমূল বিএনপির জামাল খান দুদু সোনালী আঁশ, এনপিপির নুরুন্নেসা আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি ও জাতীয় পার্টির মো. শামসুদ্দীন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৬ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১৬ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৩৬ মিনিট আগে