রাজশাহীতে আম-লিচু বাগানের ৬০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহীর গোদাগাড়ীতে বাগানের ৬০টি আম ও লিচু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক নিলুফার ইয়াসমিন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। জমি দখল করতে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ এই নারীর।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিলুফার ইয়াসমিনের বাড়ি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায়। তাঁর ভাই লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার শীতলপুর এলাকায় এই জমিতে আম ও লিচুর বাগান করেছিলেন। ফারুকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায়।

গোদাগাড়ী মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে নিলুফার ইয়াসমিন জানান, বান্দুড়িয়া হাজিপুর গ্রামের মো. হাবিবুল্লাহ (৩২), মো. শ্যামল (৩৮), মো. রুবেল (২৬) ও মো. মাহফুজ (২১) তাঁর জমি দখল করে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। এ জন্য তাঁরা জমিতে থাকা বাগানের গাছ কেটে ফেলেছেন। গত সোমবার দুপুরে জমিতে গিয়ে তিনি গাছ কাটা দেখতে পান। এরপর থানায় জিডি করেন।

নিলুফার ইয়াসমিনের ভাইয়ের ছেলে ফারুক হোসেন জানান, জমিতে আম্রপালি, কটিমন, গৌড়মতি ও ব্যানানা জাতের আম এবং লিচুগাছ লাগিয়েছিলেন তিনি। মোট গাছ ছিল ১৬৬টি। এর মধ্যে ৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছে এবার মুকুল এসেছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাবিবুল্লাহ বলেন, ‘অভিযোগ মিথ্যা। ওরা নিজেরা নিজেরাই গাছ কেটেছে। এরপর আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা গাছ কাটতে যাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত