Ajker Patrika

৯ দফা দাবিতে রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

রাবি প্রতিনিধি  
রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

পরীক্ষায় কোডিং সিস্টেমসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ কর্মসূচি পালন শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করতে হবে, যাতে মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে; সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত প্রকাশ করতে হবে ও খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে; রুয়েটের যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অভিযোগ আছে, তাঁদের অনতিবিলম্বে সাময়িক বহিষ্কার ও তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার করে আইনত ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া ছাত্রলীগের পদধারী নেতাদের ছাত্রত্ব বাতিল করতে হবে; শিক্ষকদের নিয়মিত ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে। তিন থেকে চার দিনের ক্লাস নিয়ে পুরো সেমিস্টারের উপস্থিতি গণনা করা যাবে না। যদি শিক্ষকের ব্যস্ততা বা অনুপস্থিতির কারণে কোনো ক্লাস মিস যায়, তবে সে ক্ষেত্রে সব শিক্ষার্থীকে ওই দিনের অ্যাটেনডেন্স দিতে হবে এবং কোনো দিন অতিরিক্ত ক্লাস নিলে তা একটা ক্লাসের অ্যাটেনডেন্স হিসেবে কাউন্ট করতে হবে; প্রতি মাসে প্রতিটি ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করতে হবে, যা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে এবং প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিয়ে প্রতি মাসে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার আয়োজন করতে হবে।

দাবির মধ্যে আরও আছে, নগরীর হজোর মোড়ের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়নি, অতি দ্রুত সেই মামলার বাকি কার্যক্রম শুরু করতে হবে এবং রুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে; ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য করার দায়ে গোলাম মোস্তাকিম ও সিভিল অনুষদের ডিন কামরুজ্জামান রিপনসহ অভিযুক্ত সব শিক্ষকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে; শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি সদাচরণ করতে হবে এবং শিক্ষকদের কার্যক্রমের মূল্যায়ন ও জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। অনতিবিলম্বে গত আগস্টে জমাকৃত ১২ দফার বাস্তবায়ন করতে হবে।

রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা। ছবি: আজকের পত্রিকা
রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা। ছবি: আজকের পত্রিকা

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীরা। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এসব দাবি উত্থাপন করেন। পরে তাঁরা প্রশাসনিক ভবনে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দাবি মানার আশ্বাস জানিয়ে সেখানে উপস্থিত হন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার, তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাফিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তারা নিজস্ব ক্ষোভ এবং প্রতিহিংসার জেরে শিক্ষার্থীকে এক্স গ্রেড দিয়েছে বা ফেল করিয়ে দিয়েছে। এটা একজন শিক্ষার্থীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এসব ঘটনায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা যে দুজন শিক্ষকের বহিষ্কারের দাবি জানিয়েছে, সেটি আজকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাত ৯টার দিকে নগরের পদ্মা আবাসিক এলাকার পাশে হজোর মোড়ে স্থানীয়দের হামলায় রুয়েটের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। এ ছাড়া গত ১০ জানুয়ারি রাতে নগরীর একটি ছাত্রাবাস থেকে রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত