নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেও মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে দেশের সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ দাবি করা হয়।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলমের কাছে হস্তান্তর করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বলা হয়েছে, ‘এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বিক্ষিপ্তভাবে বোর্ড ঘেরাও করছেন। গালমন্দ করা, শারীরিক লাঞ্ছিত করা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গত ২০ অক্টোবর কিছু সংখ্যক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে এসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।’
স্মারকলিপিতে বলা হয়, কতিপয় ছাত্র-ছাত্রী ও ভাড়া করা ব্যক্তিরা শিক্ষা বোর্ডে প্রবেশ করে আইনবহির্ভূত ব্যক্তিগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে ও কর্মকর্তা-কর্মচারীদের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের নেতৃত্বে তাদের বুঝিয়ে বোর্ডের বাইরে পাঠানো হয়। এ ধরনের বিধি বহির্ভূতভাবে বোর্ডে এসে বিশৃঙ্খলা তৈরিসহ সুশৃঙ্খল কর্মপরিবেশ নষ্ট করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম ছারোয়ার, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ূন কবীর লালু প্রমুখ উপস্থিত ছিলেন।
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মতো রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেও মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে দেশের সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ দাবি করা হয়।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলমের কাছে হস্তান্তর করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বলা হয়েছে, ‘এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বিক্ষিপ্তভাবে বোর্ড ঘেরাও করছেন। গালমন্দ করা, শারীরিক লাঞ্ছিত করা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গত ২০ অক্টোবর কিছু সংখ্যক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে এসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।’
স্মারকলিপিতে বলা হয়, কতিপয় ছাত্র-ছাত্রী ও ভাড়া করা ব্যক্তিরা শিক্ষা বোর্ডে প্রবেশ করে আইনবহির্ভূত ব্যক্তিগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে ও কর্মকর্তা-কর্মচারীদের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের নেতৃত্বে তাদের বুঝিয়ে বোর্ডের বাইরে পাঠানো হয়। এ ধরনের বিধি বহির্ভূতভাবে বোর্ডে এসে বিশৃঙ্খলা তৈরিসহ সুশৃঙ্খল কর্মপরিবেশ নষ্ট করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম ছারোয়ার, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্তশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ূন কবীর লালু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে একপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি চলছে। নিয়োগপত্র নিশ্চিতের দাবিতে এই ধর্মঘট পালন করছেন তারা। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ও কন্টেইনার পরিবহন। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি।
৪১ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা। এদিকে এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় তারা। এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষ
১ ঘণ্টা আগে