বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।
যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।
নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।
যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৮ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৪ মিনিট আগে