রাবি প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি ফিরে না এলে আমরা এতিম জাতিতে পরিণত হতাম। বঙ্গবন্ধু বাংলার লোকায়ত দর্শনকে ধারণ করতেন। তিনি যে রাষ্ট্রের ঘোষণা করেছিলেন তার ভিত্তি ছিল ভাষা, ধর্ম নয়। এ কারণে ভাষাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর রাজনৈতিক দর্শনকে নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করতেন, ভাইয়ের মতো দেখতেন। ভারতের প্রত্যক্ষ সহায়তা না পেলে আমাদের মুক্তিযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো বলে উল্লেখ করেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পর আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দান করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাই হয়ে উঠবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হোক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা ও মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। সঞ্চালনা করেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি ফিরে না এলে আমরা এতিম জাতিতে পরিণত হতাম। বঙ্গবন্ধু বাংলার লোকায়ত দর্শনকে ধারণ করতেন। তিনি যে রাষ্ট্রের ঘোষণা করেছিলেন তার ভিত্তি ছিল ভাষা, ধর্ম নয়। এ কারণে ভাষাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর রাজনৈতিক দর্শনকে নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে নিয়ে চিন্তা করতেন, ভাইয়ের মতো দেখতেন। ভারতের প্রত্যক্ষ সহায়তা না পেলে আমাদের মুক্তিযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো বলে উল্লেখ করেন তিনি। স্বাধীনতার ৫০ বছর পর আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দান করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাই হয়ে উঠবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় হোক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা ও মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। সঞ্চালনা করেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
২ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৬ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে