পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।
গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।
এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।
গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।
এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৬ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৮ মিনিট আগে