শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কটূক্তিকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এই দাবিতে তারা প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এর আগে খানপুর ইউনিয়নের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় শেরপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়নের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। এ সময় খানপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা দাবি করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়া দলীয় প্রার্থীর সঙ্গে বেইমানি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়েও তাঁর ভাই বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ারের পক্ষে কাজ করেছেন। এ জন্য নৌকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কটূক্তি করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ সারা দেশে ৩০ টির বেশি আসন পাবে না বলে তিনি মন্তব্য করেছেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের ব্যক্তি পদে থাকলে দলের বড় ধরনের ক্ষতি হবে। তাই তাকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য দাবি জানান।
এ বিষয়ে মো. আহসান হাবিব আম্বীয়া বলেন, ‘মিছিলে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম রাঞ্জু গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় মো. খলিলুর রহমানকে খানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তারা নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আজকের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেউ না।’
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকেই কটূক্তি করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কোথাও এ ধরনের কথা বলি নাই। ফাঁস হওয়া অডিও ক্লিপটি তার নয় দাবি করে তিনি বলেন, আমাকে অপদস্থ করার জন্যই তারা এই মিথ্যা আশ্রয় নিয়েছেন।’
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কটূক্তিকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এই দাবিতে তারা প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এর আগে খানপুর ইউনিয়নের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় শেরপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়নের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। এ সময় খানপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা দাবি করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়া দলীয় প্রার্থীর সঙ্গে বেইমানি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়েও তাঁর ভাই বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ারের পক্ষে কাজ করেছেন। এ জন্য নৌকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কটূক্তি করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ সারা দেশে ৩০ টির বেশি আসন পাবে না বলে তিনি মন্তব্য করেছেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের ব্যক্তি পদে থাকলে দলের বড় ধরনের ক্ষতি হবে। তাই তাকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য দাবি জানান।
এ বিষয়ে মো. আহসান হাবিব আম্বীয়া বলেন, ‘মিছিলে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম রাঞ্জু গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় মো. খলিলুর রহমানকে খানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তারা নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আজকের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেউ না।’
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকেই কটূক্তি করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কোথাও এ ধরনের কথা বলি নাই। ফাঁস হওয়া অডিও ক্লিপটি তার নয় দাবি করে তিনি বলেন, আমাকে অপদস্থ করার জন্যই তারা এই মিথ্যা আশ্রয় নিয়েছেন।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২৮ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে