নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মাঠে মাঠে নতুন ফসলের ঘ্রাণ ছড়াচ্ছে আউশের পাকা ধান। এরই মধ্যে চাষিরা আউশ ধান কাটা-মাড়াই শুরু করেছেন। কদিনের মধ্যেই আউশের ধান-চালে ভরে উঠবে কৃষকের গোলা। তাই আউশ ধানের পাকা সোনালি শিষ দেখে নিজেকে সামলাতে পারলেন না খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। হঠাৎ করেই নেমে গেলেন ধানের খেতে।
আজ রোববার সকালে নওগাঁ শহর থেকে তাঁর নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে গাড়িবহর থামিয়ে বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তর গ্ৰাম এলাকায় আউশের ধানের মাঠে নেমে পরিদর্শন করেন।
ধানখেতের মধ্যে কিছুক্ষণ হেঁটে ঘুরে দেখেন পাকা ধানের ফলন। ফসল দেখে পুলকিত হোন মন্ত্রী। এ সময় তিনি মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথাও বলেন। চলতি আউশ ফসল ছাড়াও অন্যান্য চাষাবাদ ও গ্রামীণ অর্থনীতির খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ, খাদ্য বিভাগের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চাষিরা জানান, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে এবার আউশে আশা পূরণ হয়েছে বলে জানান কৃষকেরা।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, আউশের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এ ছাড়াও সরকার খাদ্য বান্ধব কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকেরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাঁদের সেই আশা পূরণ হবে। বাজারে ধানের দামও ভালো রয়েছে। কৃষকেরা লাভবান হবেন।
ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, চালের যথেষ্ট মজুত আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীলতা তৈরি করবেন না।
নওগাঁর মাঠে মাঠে নতুন ফসলের ঘ্রাণ ছড়াচ্ছে আউশের পাকা ধান। এরই মধ্যে চাষিরা আউশ ধান কাটা-মাড়াই শুরু করেছেন। কদিনের মধ্যেই আউশের ধান-চালে ভরে উঠবে কৃষকের গোলা। তাই আউশ ধানের পাকা সোনালি শিষ দেখে নিজেকে সামলাতে পারলেন না খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। হঠাৎ করেই নেমে গেলেন ধানের খেতে।
আজ রোববার সকালে নওগাঁ শহর থেকে তাঁর নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে গাড়িবহর থামিয়ে বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তর গ্ৰাম এলাকায় আউশের ধানের মাঠে নেমে পরিদর্শন করেন।
ধানখেতের মধ্যে কিছুক্ষণ হেঁটে ঘুরে দেখেন পাকা ধানের ফলন। ফসল দেখে পুলকিত হোন মন্ত্রী। এ সময় তিনি মাঠে গিয়ে চাষিদের সঙ্গে কথাও বলেন। চলতি আউশ ফসল ছাড়াও অন্যান্য চাষাবাদ ও গ্রামীণ অর্থনীতির খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ, খাদ্য বিভাগের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চাষিরা জানান, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে এবার আউশে আশা পূরণ হয়েছে বলে জানান কৃষকেরা।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, আউশের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এ ছাড়াও সরকার খাদ্য বান্ধব কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকেরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাঁদের সেই আশা পূরণ হবে। বাজারে ধানের দামও ভালো রয়েছে। কৃষকেরা লাভবান হবেন।
ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, চালের যথেষ্ট মজুত আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীলতা তৈরি করবেন না।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান।’
৫ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে