বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের লোক পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম রিপন খন্দকার (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্যও আবেদন করা হয়েছে।’
পুলিশ বলছে, রিপন খন্দকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাতে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রার্থী জাহানারা বেগমের মোবাইল নম্বরে কল করেন রিপন খন্দকার। এ সময় তিনি জানান তাঁর মনোনয়নপত্রে কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করতে হলে কিছু টাকা দিতে হবে। এ ধরনের কথায় সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের সন্দেহ হয়। পরে তিনি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার একপর্যায়ে বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পরে সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
নাটোরে মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য নির্বাচন অফিসের লোক পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার রাতে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জাহানারা বেগমের ছেলে জিল্লুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম রিপন খন্দকার (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্যও আবেদন করা হয়েছে।’
পুলিশ বলছে, রিপন খন্দকারের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহানারা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রাতে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রার্থী জাহানারা বেগমের মোবাইল নম্বরে কল করেন রিপন খন্দকার। এ সময় তিনি জানান তাঁর মনোনয়নপত্রে কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করতে হলে কিছু টাকা দিতে হবে। এ ধরনের কথায় সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের সন্দেহ হয়। পরে তিনি ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার একপর্যায়ে বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পরে সংসদ সদস্য প্রার্থীর ছেলে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৩ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২২ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৩ মিনিট আগে