Ajker Patrika

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ শুরু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২৬
স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 

এ নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। জাপা ও দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই হবে নৌকার। 

প্রার্থীরা হলেন আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী সাবেক এমপি শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির (লাঙ্গল) তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক) ও মেহেদী মাহমুদ রেজা (ঈগল পাখি)। 

এদিকে সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ভোট স্থগিত করা হয়। পরে গত ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। 

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় পত্নীতলা উপজেলার নজিপুর সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রের দৃশ্য। আজকের পত্রিকাএদিকে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ‘আমরা নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। আশা করি ৭ জানুয়ারির মতোই সারা দিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত