নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বেশির ভাগ কর্মকর্তাই অফিসে আসছেন না। তাঁদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কাজকর্মে অচলাবস্থা দেখা দিয়েছে।
এদিকে কয়েক দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের পদত্যাগের জন্য পদত্যাগপত্র লিখে তাঁর কার্যালয়ে যান। গত সোমবার দুপুরেও তাঁরা ভিসির কার্যালয়ে যান। তাঁকে না পেয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত ২৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে পদত্যাগে বাধ্য করেন। এর পর থেকে শঙ্কায় থাকা শীর্ষ কর্মকর্তারা অফিস করছেন না। উপাচার্য মোস্তাক হোসেন অফিসে আসেন না আওয়ামী সরকারের পতনের পর থেকেই। কর্মকর্তারা না থাকায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কাজে এসে ফিরে যাচ্ছেন। ৭ সেপ্টেম্বরের পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার কার্যালয়ে আসছেন না। তাঁরা ছুটিতে আছেন বলে কর্মচারীদের জানিয়েছেন।
গত সোমবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, মেহেদী মাসুদ নামের একজন সেকশন অফিসার তাঁর কার্যালয় থেকে নেমে যাচ্ছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। ৭ সেপ্টেম্বর নার্সিং ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।
কলকাতা থেকে পড়তে আসা শিক্ষার্থী পাবলো প্রতীক বলেন, তাঁর পড়াশোনা শেষ হয়ে গেছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি সনদের জন্য তিনি এক মাস থেকে ঘুরছেন। এটা না হলে দেশেও ফিরতে পারছেন না। তাঁর মতো আরও কয়েকজন এই সমস্যায় ভুগছেন।
এদিকে রামেবির জনসংযোগ কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রাজশাহীতে অস্থায়ী কার্যালয়ে এখন রামেবির কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে জমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। রামেবি স্থাপন প্রকল্পের পরিচালকও ছিলেন মোস্তাক হোসেন। যদিও বিধি অনুযায়ী তাঁর প্রকল্প পরিচালক হওয়ার সুযোগ ছিল না।
পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক বলেন, ‘রেজিস্ট্রার উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।’ এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা রেজিস্ট্রার তারিকুল হাসানকে পদত্যাগ করতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বেশির ভাগ কর্মকর্তাই অফিসে আসছেন না। তাঁদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কাজকর্মে অচলাবস্থা দেখা দিয়েছে।
এদিকে কয়েক দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের পদত্যাগের জন্য পদত্যাগপত্র লিখে তাঁর কার্যালয়ে যান। গত সোমবার দুপুরেও তাঁরা ভিসির কার্যালয়ে যান। তাঁকে না পেয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিনই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত ২৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে পদত্যাগে বাধ্য করেন। এর পর থেকে শঙ্কায় থাকা শীর্ষ কর্মকর্তারা অফিস করছেন না। উপাচার্য মোস্তাক হোসেন অফিসে আসেন না আওয়ামী সরকারের পতনের পর থেকেই। কর্মকর্তারা না থাকায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কাজে এসে ফিরে যাচ্ছেন। ৭ সেপ্টেম্বরের পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার কার্যালয়ে আসছেন না। তাঁরা ছুটিতে আছেন বলে কর্মচারীদের জানিয়েছেন।
গত সোমবার দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, মেহেদী মাসুদ নামের একজন সেকশন অফিসার তাঁর কার্যালয় থেকে নেমে যাচ্ছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। ৭ সেপ্টেম্বর নার্সিং ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।
কলকাতা থেকে পড়তে আসা শিক্ষার্থী পাবলো প্রতীক বলেন, তাঁর পড়াশোনা শেষ হয়ে গেছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি সনদের জন্য তিনি এক মাস থেকে ঘুরছেন। এটা না হলে দেশেও ফিরতে পারছেন না। তাঁর মতো আরও কয়েকজন এই সমস্যায় ভুগছেন।
এদিকে রামেবির জনসংযোগ কর্মকর্তা জামাল উদ্দীন বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। এখন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রাজশাহীতে অস্থায়ী কার্যালয়ে এখন রামেবির কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে জমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। রামেবি স্থাপন প্রকল্পের পরিচালকও ছিলেন মোস্তাক হোসেন। যদিও বিধি অনুযায়ী তাঁর প্রকল্প পরিচালক হওয়ার সুযোগ ছিল না।
পদত্যাগ করলেন রাবির রেজিস্ট্রার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের মুখে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক বলেন, ‘রেজিস্ট্রার উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।’ এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা রেজিস্ট্রার তারিকুল হাসানকে পদত্যাগ করতে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে