রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। আজ বুধবার সকাল ১০টা থেকে বিভাগের সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মাস্টার্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা হলেন মাস্টার্সের ফলফল প্রত্যাশী আয়েশা মালিহা, আব্দুল্লাহ আল মামুন ও মো. সোহাগ মিয়া। কর্মসূচিতে তাঁদের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও বিভাগ কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে আসছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। ১০ মাস আগে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করলেও আমাদের পরিচয় এখনো স্নাতক পাস। ফলে ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে এবং চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে পারছেন না। এতে অনেকেই হতাশায় ভুগছেন।
অবস্থান কর্মসূচির সময় আয়েশা মালিহা মাহফুজ বলেন, গত বছরের নভেম্বর মাসে মাস্টার্স পরীক্ষা শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হয়। ১০ মাস ধরে আমাদের ফলাফল আটকে আছে। আমাদের ব্যাচের অনেক চাকরিপ্রত্যাশী, ফলাফলের জন্য কোথাও আবেদন করতে পারছেন না। যারা পরিবারের একমাত্র ভরসা তাঁরা হতাশায় ভুগছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আমাদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর কাছে সব ধরনের নথিপত্র আছে। কিন্তু ওই শিক্ষক বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছেন না। ফলাফল আটকে থাকার পেছনে বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে। এখানে ব্যক্তি শিক্ষক বড় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত এগোচ্ছে না। এ জন্য ফলাফলের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা অনেক ধৈর্য ধরেছি। কোনো উপায় না পেয়ে আজ আমরা বিভাগে তালা দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, একজন শিক্ষককে বারবার নম্বরপত্র জমা দেওয়ার জন্য বলা হলেও তিনি নম্বরপত্র জমা দেননি। এ জন্য ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে। তবে তিনি গতকাল নম্বরপত্র জমা দিয়েছেন কিন্তু সেটি পূর্ণাঙ্গ নয়। বিষয়টি সমাধানের জন্য আমরা বিভাগের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এসেছি। উপাচার্য বাইরে আছেন। তিনি এলে কথা বলব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। আজ বুধবার সকাল ১০টা থেকে বিভাগের সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন মাস্টার্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা হলেন মাস্টার্সের ফলফল প্রত্যাশী আয়েশা মালিহা, আব্দুল্লাহ আল মামুন ও মো. সোহাগ মিয়া। কর্মসূচিতে তাঁদের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও বিভাগ কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে আসছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। ১০ মাস আগে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করলেও আমাদের পরিচয় এখনো স্নাতক পাস। ফলে ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে এবং চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে পারছেন না। এতে অনেকেই হতাশায় ভুগছেন।
অবস্থান কর্মসূচির সময় আয়েশা মালিহা মাহফুজ বলেন, গত বছরের নভেম্বর মাসে মাস্টার্স পরীক্ষা শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হয়। ১০ মাস ধরে আমাদের ফলাফল আটকে আছে। আমাদের ব্যাচের অনেক চাকরিপ্রত্যাশী, ফলাফলের জন্য কোথাও আবেদন করতে পারছেন না। যারা পরিবারের একমাত্র ভরসা তাঁরা হতাশায় ভুগছেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।
শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আমাদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন। তাঁর কাছে সব ধরনের নথিপত্র আছে। কিন্তু ওই শিক্ষক বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করছেন না। ফলাফল আটকে থাকার পেছনে বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে। এখানে ব্যক্তি শিক্ষক বড় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত এগোচ্ছে না। এ জন্য ফলাফলের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা অনেক ধৈর্য ধরেছি। কোনো উপায় না পেয়ে আজ আমরা বিভাগে তালা দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, একজন শিক্ষককে বারবার নম্বরপত্র জমা দেওয়ার জন্য বলা হলেও তিনি নম্বরপত্র জমা দেননি। এ জন্য ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে। তবে তিনি গতকাল নম্বরপত্র জমা দিয়েছেন কিন্তু সেটি পূর্ণাঙ্গ নয়। বিষয়টি সমাধানের জন্য আমরা বিভাগের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এসেছি। উপাচার্য বাইরে আছেন। তিনি এলে কথা বলব।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
৪২ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে