জয়পুরহাটে জাল ভোট দিতে এসে তরুণসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৯: ২৫
Thumbnail image

জয়পুরহাট-২ আসনে জাল ভোট দিতে এসে দুটি কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং একই ইউনিয়নের কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আরও দুজনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই-মদনাহার গ্রামের আব্দুল মোমেন (১৮)। একই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের তিথি আক্তার (১৭) এবং একই গ্রামের মাজহারুল ইসলাম (১৮)। 

জেলার কালাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক যুবক-যুবতী জাল ভোট (অন্যের পরিচয়ে ভোট) দিতে এসেছিলেন। কিন্তু ভোট দিতে পারেননি। এঁদের মধ্যে আব্দুল মোমেনকে বেলা ২টার দিকে মাত্রাই উচ্চবিদ্যালয় এবং অন্য দুজনকে বেলা আড়াইটার দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।’ 

আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে সাজার বিষয়ে জেনে নিন।’ 

এদিকে মাত্রাই উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের কাছে সাজার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। 

অপর দিকে কাটাহার দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত